গতকাল সোমবার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমএর নেতৃত্বে জনসমাগম এড়াতে ও একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়, জনগণকে প্রয়োজন শেষে ঘরে থাকার প্রচার প্রচারণা চালানোর সময় জারিয়া,নারান্দিয়া, সহ বিভিন্ন বাজারে, বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
পরে পূর্বধলায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম (৩০ মার্চ) সোমবার দিনব্যাপী বিভিন্ন হাট বাজারে ব্যাপক প্রচার অভিযান অভিযান চালান এবং গণবিজ্ঞপ্তি অমান্য করায় দন্ডবিধির ১৮৮ ধারায় ৫ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেন। জারিয়া বাজার এর দুইজন, লাল মিয়া বাজার একজন, ফাজিলপুর বাজার দুইজন কে এই জরিমানা প্রদান করেন। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন সেই সাথে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। উপজেলা প্রশাসন সূত্রে আরো জানা যায় তিনি পূর্বধলা সদর বাজার,স্টেশন বাজার, জারিয়া বাজার, বোর্ডবাজার, ফাজিলপুর বাজার, লাল মিয়া বাজার, চৌরাস্তা বাজার, হিরনপুর বাজার, শ্যামগঞ্জ বাজার, ভবের বাজারে প্রচার অভিযান চালান।