পূর্বধলা হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দর্পন ডেস্কঃ উপজেলায় চারতলা বিশিষ্ট বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। রোববার সকাল ১১টায় উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয় ও দুপুর ১২টায় পূর্বধলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে¡ প্রধান অতিথি হিসেবেও যোগদান করেন। এতে নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল আজিজ তালুকদার সভাপতিত্ব করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে মেসার্স রিয়েল এন্টারপ্রাইজ ঠিকাদারী কাজ করছে। এ সময় পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমীন খান পাঠান বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী, আ.লীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে ৫শ মিটার রাস্তার হেরিং বন্ডের কাজের শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *