শোক সংবাদঃ পূর্বধলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনুস আলীর মৃত্যু

দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনুস আলী শেখ (৫৫) আর নেই। বুধবার (৪ মার্চ) বিকাল ৩টায় হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন। তিনি উত্তর পূর্বধলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পরলে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের মরহুমের পুরাতন বাড়িতে বেলা ১১টায় জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকার, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সাইদুর রহমান তালুকদার, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *