পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পালিত হয়েছে। রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত করা হয়।


প্রভাতফেরীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও উম্মে কুলসুম এর সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, ওসি তাওহীদুর রহমান, ভাষা সৈনিক মোঃ আজিম উদ্দিন, মোঃ আব্দুল আজিজ তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, আরবান একাডেমির প্রিন্সিপাল সৈয়দ আরিফুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *