পূর্বধলায় উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী যাচাই-বাছাই

দর্পন প্রতিনিধি: মুজিব বর্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ২নং হোগলা ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতার আবেদন উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই কাজ সম্পন্ন করা হয়। (১০ ফেব্রুয়ারি) সোমবার হোগলা ইউপি কার্যালয়ের প্রাঙ্গনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউএনও উম্মে কুলসুম বাছাই কার্য অনুষ্ঠান উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ (রাজ্জাক সরকার), সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আকন্দ খোকন ও ইউপি সচিব জুয়েল রানা সরকার উপস্থিত থেকে সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন।


হোগলা ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতার জন্য প্রায় ১ হাজার আবেদন করেন। আবেদন যাচাই বাছাই পূর্বক প্রতিবন্ধী ভাতার ৮২ জন বয়স্ক, ৫৫ জন বিধবা ও ১১৭ জন সহ মোট ২৫৪ জনের তালিকা চুড়ান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *