নেত্রকোনার পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ (৯জুলাই) মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারি দের সাথে (নেত্রকোনা-৫) আসনের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের’র মতবিনিময় সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমের অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ মাহমুদুল হাসান’র সভাপতিত্বে সেনেটারি ইন্সপেক্টর মোঃ হাসিম উদ্দিন খানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা ০৫ -(পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান,পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন,পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল।বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ড: বিশ্ব প্রিয় মজুমদার,পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন প্রমুখ।
এ সময় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ অন্যেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা মনযোগ দিয়ে শুনেন এবং প্রশ্নের উত্তর দেন। পরিশেষে হাসপাতালের সার্বিক উন্নয়ন কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
Be First to Comment