পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পূর্বধলাবাসীসহ সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। দির্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।
তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় তিনি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন।
সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানান জাকিয়া পারভীন খানম মনি।
Be First to Comment