নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে জমকালো আয়োজনে হাসান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাপাশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন “স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র ১যুগ পূর্তি উপলক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি’র স্বরণে এই খেলার আয়োজন করে।
‘মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন খেলার আয়োজক কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক সহ সংগঠনের সদস্যরা।
ফাইনাল খেলায় স্বপ্ন কল্যাণ সংঘ ৫২ রানের ব্যবধানে দুধী বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় রিয়াদ। নির্ধারিত সময়ে ১৬ ওভারের খেলায় স্বপ্ন কল্যাণ সংঘ বোয়ালিয়াকান্দা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে দুধী বেঙ্গল স্পোর্টিং ক্লাব ১৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৭ রান করেন।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ডাঃ আবুল হক, শরিফুল ইসলাম বিজয়,শেখ ফরিদ, আমিনুল ইসলাম দুলাল,সাব্বির রহমান,মাহবুব মিয়া, ফারুক হোসাইন, জাহাঙ্গীর আলম, শান্ত,জসিম, মিঠু সরকার প্রমুখ।