আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেছেন, পূর্বধলার উন্নয়নের জন্য আমাকে এমপি বানান, আমার দ্বারা কারও ক্ষতি হবে না লাভ ছাড়া, জীবন দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। আমি সব দলের সব মানুষের এমপি হতে চাই।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে নেত্রকোণার পূর্বধলা সদর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের নির্বাচনী সভায় উপজেলা সাব-রেজিষ্টার মাঠে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাকে এমপি বানাবেন রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল কলেজের উন্নয়নের জন্য, পৌরসভার দাবি বাস্তবায়নের জন্য। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখছি আমি পূর্বধলার উন্নয়নের চেহারা পরিবর্তন করে দিবো আমাকে সাপোর্ট দেন ভালবাসা দেন, আমি আমার বুকের রক্ত দিয়ে সেই ঋণ পরিশোধ করবো। তাই আগামী ৭ জানুয়ারি সবাইকে নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি বানিয়ে পার্লামেন্টে সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠিত সভায় পূর্বধলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসিম দর্জির সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শেখ মাসুদ রানা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আ.লীগ নেতা এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, পূর্বধলা সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম তালুকদার টিপু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সী, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন প্রমুখ।
Be First to Comment