উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির রিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ০৯:০০ ঘটিকায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন,কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা,পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল প্রমুখ।
বক্তারা বলেন দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলের বিবেককে জাগ্রত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
Be First to Comment