গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের আরবানের আয়োজনে গত শনিবার সন্ধায় এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির নিবন্ধন পাওয়া উপলক্ষে উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ মতবিনিয়ম সভার আয়োজন করা হয়। পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আজকের আরবানের সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান।
আজকের আরবানের নির্বাহী সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আলী আহমদ খান আইয়ুব, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, আজকের আরবানের নিয়মিত কলাম লেখক জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদ ও পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য নূর আহাম্মদ খান রতন, দৈনিক ইকরা প্রতিদিন এর সম্পাদক মো: শফিকুজ্জামান, দৈনিক সংবাদ এর পূর্বধলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, আজকের আরবান এর ব্যবস্থাপনা সম্পাদক আবুল আরশাদ, স্টাফ রিপোর্টার মো: মোস্তাক আহমেদ খান, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, সদস্য নূর উদ্দিন মন্ডল দুলাল, শহীদুল্লাহ সংগ্রাম, আল মুনসুর, কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আব্দুল্লাহ সাকিব, ভোরের ডাক পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম খান, আজকের আরবানের অফিস ব্যবস্থাপক আব্দুল মন্নাফ বাচ্ছু, বিশেষ প্রতিনিধি মো: জিয়াউর রহমান, দৈনিক গণকন্ঠ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মিঠু সরকার, আনন্দ টিভির পূর্বধলা প্রতিনিধি ওয়াসিম সরকার, আজকের আরবান এর ভিডিও গ্রাফার আব্দুল আজিজ, সাংবাদিক আমিনুল ইসলাম মন্ডল, মজিবুর রহমান, নাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রুহুল সরকার প্রমুখ।
আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আজকের আরবানের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
Be First to Comment