নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার (১ আগষ্ট) পানিতে ডুবে এক বৃদ্ধা ও শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।জানা গেছে, উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত হাজেরা খাতুন সকাল ৯ টায় বাড়ির পশ্চিম পাশে পুকুরে গোসল করতে যায়।
গোসল শেষে ফিরতে দেরি হওয়ায় তার ছেলে রুহুল আমিন খোঁজ নিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে।
পরে স্থানীয় চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
অপর দিকে, আজ মঙ্গলবার দুপুর ১ টায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মাসুদ (২বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়া’র ছেলে। মৃত শিশু মাসুদের মা ফজিলা খাতুন জানান, দুপুরে অনুমান ১ ঘটিকার সময় হাঁটতে শিখা শিশু মাসুদ ঘোম থেকে উঠে চার বছর বয়সী বড় বোনের সাথে খেলা করতে থাকে। অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর মা ফজিলা পাশের গর্তের পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফরাত জাহান মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক শিশুর মারা গেছে প্রতিীয়মান হওয়ায় প্রাথমিক ভাবে লাশের সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
Be First to Comment