নেত্রকোনার পূর্বধলায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১শ ৯৬জন উপকার ভোগীদের মাঝে ২শ বান ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব আলী, মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বুলবুল, আমিনুল ইসলাম মন্ডল নান্টু, এ,কে,এম মাজহারুল ইসলাম রানা, মোঃসানোয়ার হোসেন চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম আকন্দ, মোঃ আল আমিন, আব্দুল কুদ্দুস বেপারি, কমল কৃঞ্চ সরকার, মোঃ রেজুয়ানুর রহমান (রনি), মো: আনিসুজ্জামান তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন হতে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
Be First to Comment