নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশকে আহত করে বুলবুল (২৮) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে চিনিয়ে নেয় স্বজনরা। সে উপজেলার পূর্ব ভিকুনিয়া গ্রামের মৃত. ফজর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পূর্বধলা থানা পুলিশ পূর্ব ভিকুনিয়া গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত আসামী বুলবুল কে আটক করে। পরে আসামীর স্ত্রি, ভাই ও স্বজনেরা পুলিশের সাথে দস্তাদস্তি করে আসামী বুলবুলকে চিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামীর ভাই নজরুল থানার এএসআই আমিনুল ইসলাম এর শরীরে আঘাত করে। এলোপাতাড়ি কিল ঘুষিতে আসামীর মা আনোয়ারা বেগম (৮০) ও আহত হয়। এএসআই আমিনুল ও আনোয়ারা বেগম উভয়েই পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বধলা থানার এসআই কাদেরের নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম, সালা উদ্দিন সঙ্গীয় ফোর্স ওয়ারেন্টভুক্ত আসামি বুলবুলকে গ্রেপ্তার করে । পরে তার ভাই ও স্ত্রীসহ অন্যান্যরা পুলিশকে আহত করে আসামী বুলবুলকে চিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বুলবুল এর স্ত্রী মিতুকে আটক করা হয়েছে এবং পুলিশকে আহত করার ঘটনায় ১টি মামলা রুজু করা হয়েছে।
Be First to Comment