Press "Enter" to skip to content

ধলামূলগাঁও ইউনিয়ন নির্বাচন ফলাফল সংরক্ষিত ও সাধারন সদস্য বিস্তারিত

পূবর্ধলা উপজলোয় গত সোমবার (৩১ জানুয়ারী) প্রথমবারের মতো ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালট পেপার ছাড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যালট পেপারের জায়গায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হয়েছে। এতে চেয়ারম্যান অটো রিক্সা প্রতীকে মো: রেজুয়ানুর রহমান পেয়েছেন ৪১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া তিনজন সংরক্ষিত মহিলা ও নয়জন পুরুষ সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

১ নং সংরক্ষিত আসনে মাইক প্রতীকে জোৎস্না আক্তার পেয়েছেন ৬৪৩ ভোট, তালগাছ প্রতীকে মোসা: নুরজাহান পেয়েছেন ১৮৪৮ ভোট, কলম প্রতীকে মোসা: সুরাইয়া সুলতানা পেয়েছেন ২৩২ ভোট ও বই প্রতীকে মোসা: হেপী আক্তার পেয়েছেন ২৬৪৩ ভোট

২ নং সংরক্ষিত আসনে মাইক প্রতীকে চায়না আক্তার পেয়েছেন ২৭৬৬ ভোট, জিরাফ প্রতীকে মোসা: রেজিয়া আক্তার পেয়েছেন ১০৩৬ ভোট ও তালগাছ প্রতীকে মোসা: সুমা আক্তার পেয়েছেন ১৪৪৬ ভোট।

৩ নং সংরক্ষিত আসনে বই প্রতীকে ঝর্না আক্তার পেয়েছেন ২২৩৪ ভোট, তালগাছ প্রতীকে মোসা: রেহেনা বেগম পেয়েছেন ২৪৫২ ভোট ও মাইক প্রতীকে মোসা: সুফিয়া খাতুন পেয়েছেন ৭২৩ ভোট।

সাধারন সদস্য ০১ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে মো: আবুল কাশেম পেয়েছেন ৪৭৮ ভোট, মোরগ প্রতীকে মো: আব্দুল খালেক পেয়েছেন ৪৮৬ ভোট ও ফুটবল প্রতীকে গনি মন্ডল পেয়েছেন ৫৮৩ ভোট

সাধারন সদস্য ০২ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মো: আজিজুল হক পেয়েছেন ৪৪৮ ভোট, আপেল প্রতীকে আবু সুলেমান পেয়েছেন ৫৪ ভোট, টিউবোয়েল প্রতীকে মো: আব্দুল মান্নান পেয়েছেন ১৭ ভোট, তালা প্রতীকে মো: নুর মিয়া পেয়েছেন ৪৯৩ ভোট, ক্রিকেট ব্যাট প্রতীকে মো: বারেক মিয়া পেয়েছেন ১৫০ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে মো: মাস্টার আলী পেয়েছেন ২৫৯ ভোট, ভ্যান গাড়ি প্রতীকে মো: রুবেল মিয়া পেয়েছেন ১৬৪ ভোট, ফুটবল প্রতীকে মো: সাইফুল ইসলাম পেয়েছেন ২৪৮ ভোট ও মোরগ প্রতীকে মো: সিরাজ খান পেয়েছেন ১৯০ ভোট।

সাধারন সদস্য ০৩ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে মো: আনিছুর রহমান পেয়েছেন ২০৮ ভোট, টিউবওয়েল প্রতীকে মো: কামরুল হাসান পেয়েছেন ১৭৭ ভোট, তালা প্রতীকে মো: রেজাউল করিম পেয়েছেন ৬২২ ভোট ও ফুটবল প্রতীকে মো: হাবু উল্লাহ পেয়েছেন ৪০৯ ভোট।

সাধারন সদস্য ০৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মাহবুবুর রহমান খান পেয়েছেন ৩৮৭ ভোট, ফুটবল প্রতীকে মো: আব্দুর রব পেয়েছেন ২৮৬ ভোট, টিউবওয়েল প্রতীকে মো: আব্দুল হামিদ শশি পেয়েছেন ২৭৪ ভোট, তালা প্রতীকে মো: ফজলুর রহমান পেয়েছেন ৩৯৯ ভোট, মোরগ প্রতীকে মো: শাহজাহান শেখ পেয়েছেন ১৮৭ ভোট ও আপেল প্রতীকে মো: হেলাল ফকির পেয়েছেন ২৭৯ ভোট।

সাধারন সদস্য ০৫ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে মো: আব্দুল কাইউম পেয়েছেন ৩১০ ভোট, মোরগ প্রতীকে মো: আব্দুল জলিল পেয়েছেন ৪৯৬ ভোট, ঘুড়ি প্রতীকে মো: আরশাদ মিয়া পেয়েছেন ২৭৭ ভোট, ফুটবল প্রতীকে মো: গাজিবুর রহমান পেয়েছেন ২৪৮ ভোট ও টিউবওয়েল প্রতীকে মো: সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৬২৭ ভোট

সাধারন সদস্য ০৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ৬৩৬ ভোট, তালা প্রতীকে মো: জহিরুল ইসলাম পেয়েছেন ৩৭২ ভোট, টিউবওয়েল প্রতীকে মো: বাবুল মিয়া পেয়েছেন ২৭৬ ভোট, মোরগ প্রতীকে মো: মিন্টু মিয়া পেয়েছেন ৩৫৭ ভোট ও ফুটবল প্রতীকে মো: সাদেকুল ইসলাম পেয়েছেন ২৩৭ ভোট।

সাধারন সদস্য ০৭ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকে মন্নাছ মিয়া পেয়েছেন ৫৯৫ ভোট, টিউবওয়েল প্রতীকে মো: আবুল মিয়া পেয়েছেন ৭৫২ ভোট, মোরগ প্রতীকে মো: ওয়াহেদ আলী পেয়েছেন ২৭২ ভোট ও ফুটবল প্রতীকে মো: জজ মিয়া পেয়েছেন ৫৯৩ ভোট।

সাধারন সদস্য ০৮ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে মো: আব্দুর রাজ্জাক পেয়েছেন ৬২৪ ভোট, ফুটবল প্রতীকে মো: ইয়াকুব আলী পেয়েছেন ১৭ ভোট, আপেল প্রতীকে মো: রহমত আলী পেয়েছেন ২৫৩ ভোট ও তালা প্রতীকে মো: শাহীন মিয়া পেয়েছেন ৭৯২ ভোট

সাধারন সদস্য ০৯ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে এরশাদ মিয়া পেয়েছেন ৪৭ ভোট, টিউবওয়েল প্রতীকে মো: রাশিদ মিয়া পেয়েছেন ৩৯০ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতীকে মো: হেলাল মিয়া পেয়েছেন ৫৭১ ভোট, তালা প্রতীকে সুরুজ আলী পেয়েছেন ২৪৪ ভোট ও ফুটবল প্রতীকে স্বপন খান পেয়েছেন ২৫৮ ভোট।

More from নির্বাচনের মাঠMore posts in নির্বাচনের মাঠ »
More from রাজনীতিMore posts in রাজনীতি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.