বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় পূর্বধলায় দুই নেতা গ্রেপ্তার

দেশব্যাপী পরিচালিত বিশেষ তল্লাশি অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রবিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন: আশরাফুল ইসলাম কিরণ (৩২): পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য। মো. সাইফুল ইসলাম খান (৪৪): নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার বিস্তারিত তথ্য প্রদান করেছেন।

​তিনি জানান, আশরাফুল ইসলাম কিরণকে গত ১ ডিসেম্বর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং-০১) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

​অন্যদিকে, মো. সাইফুল ইসলাম খানকে গত বছরের ২৩ নভেম্বর দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের (মামলা নং-২৮) একটি মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত ২০১৩)-এর ৬/১০/১১/১২/১৩ ধারায় নথিবদ্ধ।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই নেতাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *