নেত্রকোণার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে দুর্গাপুর–শ্যামগঞ্জ মহাসড়কের লাল মিয়া বাজার শ্রমিক অফিসের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা থানা পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে পুরাতন ১০টি কার্টুনের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে জড়িত থাকার অভিযোগে পিকআপে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব অবৈধ মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। দুপুরে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।