ডেভিল হান্ট অভিযানে পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন: ​পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ তালুকদার (৬৩)। একই ওয়ার্ডের সহসভাপতি মো. তারা মিয়া (৫৬)

​পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং-০১, তারিখ ০১-১২-২৪, ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬/ তৎসহ ১৪৩/৩২৩/১১৪/দ: বি:-এর মামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি ছিলেন।

​আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *