পূর্বধলা কলেজের অধ্যক্ষ কর্তৃক সাংবাদিককে হুমকি, প্রতিবাদে সমাবেশ

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ফলাফল বিপর্যয় সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলায় কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সমাবেশ করেছেন। পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সমাবেশ থেকে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে, ‘আজকের আরবান’ ও ‘আমার সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি নাহিদ আলম সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই সংবাদ প্রকাশের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিক নাহিদ আলমকে ডেকে নিয়ে হুমকি দেন এবং অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক নাহিদ আলম জানান, গত রবিবার একটি ঘটনায় তথ্য সংগ্রহ করতে কলেজে গেলে পরে অধ্যক্ষের কার্যালয়ে তাকে ডেকে নিয়ে আসা হয়। সেখানে অধ্যক্ষ ফলাফল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জন্য তাকে কঠোরভাবে সতর্ক করেন। ভবিষ্যতে তাঁর অনুমতি ছাড়া কলেজ-সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশ না করতে এবং কলেজে প্রবেশের আগে অনুমতি নিতে নির্দেশ দেন। উপস্থিত শিক্ষক ও স্টাফদের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে তাঁকে অপমান ও হেনস্থা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অধ্যক্ষের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ভয়-ভীতি ও হুমকি দিয়ে সাংবাদিকদের চুপ করিয়ে রাখা যাবে না।

প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণারও ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *