ইঞ্জিন সংকট এবং রেল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে টানা ১৭ দিন ধরে ময়মনসিংহ-জারিয়া সেকশনে চলাচলকারী একমাত্র ভরসা জারিয়া লোকাল ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে। গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সকাল থেকে ট্রেনটি বন্ধ থাকার ফলে ময়মনসিংহ থেকে পূর্বধলার জারিয়া সেকশনের হাজার হাজার সাধারণ যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর জারিয়া লোকালের ২৩১২ নম্বর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেদিন সন্ধ্যায় ৪৪ মহুয়া কমিউটারের সাথে নষ্ট ইঞ্জিনটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু দীর্ঘ ১৭ দিন পেরিয়ে গেলেও মেরামতের কাজ শেষ হয়নি, এমনকি কর্তৃপক্ষ জারিয়া লোকালের জন্য বিকল্প কোনো ইঞ্জিনও ময়মনসিংহে পাঠাতে পারেনি।
যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ আন্তরিক হলে এতদিনে ইঞ্জিনটি মেরামত হয়ে আসতো অথবা দ্রুত বিকল্প ইঞ্জিন পাঠানো সম্ভব হতো। কিন্তু তাদের উদাসীনতার কারণেই ট্রেনটি মাসের বেশিরভাগ সময় ময়মনসিংহ স্টেশনের ওয়াশফিটে পড়ে থাকে এবং এবার সহ্যের সীমা ছাড়িয়ে টানা ১৭ দিন পুরোপুরি বন্ধ।
বর্তমানে এই সেকশনে শুধু বলাকা কমিউটার চলাচল করছে। জারিয়া লোকাল বন্ধ থাকায় হাজারো যাত্রীর চাপ সামলানো বলাকা কমিউটারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু, বলাকা কমিউটার বিসকা স্টেশনে বিরতি না দেওয়ায় বিসকার হাজার হাজার মানুষ পুরোপুরি রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।
যাত্রীরা আরও প্রশ্ন তুলেছেন, জিএম লোকাল ট্রেনে (৩৭ ময়মনসিংহ মেইল রেক) বহু যাত্রী টিকিটবিহীন ভ্রমণ করলেও সেই ক্ষেত্রে ইঞ্জিন সংকট দেখানো হয় না। অথচ বারংবার জারিয়া লোকালের ক্ষেত্রেই ইঞ্জিন সংকটের অজুহাত দেওয়া হয়। তাদের মতে, এটি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত অবহেলারই ফল।