পূর্বধলা-ধোবাউড়ার উন্নয়নের রূপকার ডা. মোহাম্মদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নেত্রকোণা জেলার পূর্বধলা ও ধোবাউড়া (সাবেক নেত্রকোণা-১ আসন) নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আলী-র ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫। ২০১২ সালের এই দিনে তিনি ৭০ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​এই উপলক্ষে আগামীকাল দিনব্যাপী পূর্বধলা ও ধোবাউড়ার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, কুরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এলাকার আপামর জনসাধারণ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধাভরে তাদের প্রিয় নেতাকে স্মরণ করবেন।

উন্নয়নে অবিস্মরণীয় অবদান

​ডা. মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) টিকিটে ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই সময়ে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রাখেন।

​তাঁর হাত ধরে পূর্বধলা ও ধোবাউড়ায় বহু নতুন রাস্তাঘাট নির্মিত হয়, যা যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনে। বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারে তার অবদান আজও অনস্বীকার্য। একজন চিকিৎসক হিসেবেও তিনি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন জনদরদী নেতা, সজ্জন ব্যক্তি এবং উন্নয়নের রূপকার হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

স্মরণসভায় শ্রদ্ধা নিবেদন

​আগামীকাল তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভাগুলোতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুম নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

​নেতৃবৃন্দ বলেন, “ডা. মোহাম্মদ আলী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন পূর্বধলা-ধোবাউড়ার মানুষের একজন অভিভাবক। তার কর্ম ও আদর্শ আমাদের প্রেরণা জোগাবে। এলাকার উন্নয়নে তার ত্যাগ ও নিষ্ঠা আজও আমাদের পথ দেখায়।”

মরহুমের পরিবার, রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীরা এই দিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *