চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যাত্রীর করুণ মৃত্যু, পূর্বধলায় মর্মান্তিক দুর্ঘটনা

নাহিদ আলমঃ নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শহীদ মিয়া (৫৫)।

​সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিয়া এদিন দুপুরে বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য ৩৭৪ নম্বর ট্রেনে ওঠেন। ট্রেনটি যখন জারিয়া রেলস্টেশনে পৌঁছায়, তখন তিনি চলন্ত অবস্থাতেই ট্রেন থেকে নামার চেষ্টা করেন। অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

​এই দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পায়ের পাতা থেঁতলে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে ঐ ট্রেনেই পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানিয়েছেন যে, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই নিহতের পরিবারের কাছে তাঁর দেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *