নেত্রকোণার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মো. মোবারক ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের হিরিভিটা গ্রামের বাসিন্দা ও মৃত নবী হোসেন তালুকদারের পুত্র।
তিনি বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির সদস্য এ এস এম শহিদুল্লাহ্ ইমরান এর পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানাজা ও দাফন
প্রথম জানাজার নামাজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা তার নিজ গ্রাম হিরিভিটায় অনুষ্ঠিত হওয়ার পর, মরহুম মোবারক ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক মামুন ও শিক্ষক সমাজ।
এছাড়া শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবান্ধব মহল।
Be First to Comment