নেত্রকোণার পূর্বধলায় আজ মঙ্গলবার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাক আহামেদ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির উদ্যোগে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আবু তাহের তালুকদার।
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফকির সায়েদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য, আব্দুর রহিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ফকির, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ নোয়াব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার প্রমুখ।
উল্লেখ্য, মুস্তাক আহামেদ বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।
Be First to Comment