নেত্রকোণা পূর্বধলায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ আগষ্ট) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষক লীগ পূর্বধলা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম মনি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি বাবু কেশব রঞ্জন সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি বাবু ছবি বিশ্বাস, পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, জেলা পরিষদ সদস্য এ কে এম মাজহারুল ইসলাম রানা, আনিসুজ্জামান মোশারফ, শহীদুল ইসলাম শহীদ, মহিলা সদস্য পারভীন আক্তার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মৌলভী মো: আব্দুল ওয়াহেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুস আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এখলাছ উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহিদ হাসান, পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।
পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার শহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিপুলসংখক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে আহমদ হোসেন সকলকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খান অসুস্থ থাকায় ওনার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করেন।
দোয়া শেষে জেলা পরিষদ ডাক বাংলার সামনে একটি বৃক্ষরোপণ এর মধ্যে দিয়ে বৃক্ষরোপণের শুভ উদ্ভোদন করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি। ৪ হাজার বৃক্ষ কৃষকদের মাঝে বিতরন করা হয়। একশত কৃষকের মাঝে কৃষি উপকরণ সার ও কৃষিবীজ বিতরন করা হয়।
Be First to Comment