Press "Enter" to skip to content

পূর্বধলায় আজ নতুন করোনা সনাক্ত ১

নেত্রকোনা পূর্বধলায় আজ ১০ জুলাই শুক্রবার সিভিল সার্জন সূত্রে জানা যায়, ০১ জন করোনায় সনাক্ত হয়েছেন। সনাক্ত ব্যক্তি পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের পাবই গ্রামের মারুফ(৯) ও ফলোআপ টেস্টে  জুনায়েদ আদনানের পজিটিভ এসেছে।

সনাক্তদের তথ্য সর্ম্পকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা রুগী ও পরিবার অধিকাংশ ক্ষেত্রে সামাজিকভাবে অসহযোগীতার সম্মুখীন হয়, তাই শুধু এলাকা উল্লেখ করা হয়, যেন ঐ এলাকার মানুষ সচেতন হয়, আর রুগীকে রিপোর্ট সাথে সাথেই জানানো হয় এবং পরবর্তী করণীয় বলা হয়

এ নিয়ে পূর্বধলা উপজেলায় মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং চুড়ান্ত সুস্থ্য- ৩৩ জন।

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.