নেত্রকোনা পূর্বধলা সদরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। আজ ২২ জুন সোমবার দুপুরে মাস্ক না পড়ার কারণে ১৫ ব্যক্তিকে ৭ হাজার ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ও সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নাসরীন বেগম সেতু।
জানা যায়, দুপুরে পূর্বধলা বাজার, লালমিয়ার বাজার, পূর্বধলা রেলওয়ে স্টেশান বাজার এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর বিষয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় পথচারী, ক্রেতা- বিক্রেতা, দোকান মালিক ও যানবাহনের চালককে মাস্ক না পরায় জরিমানা করা হয়। এছাড়া অভিযানের খবর টের পেয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম বলেন, কিছু শর্তের সাপেক্ষে লকডাউন তুলে নিলেও স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না। মাস্ক পরিধান না করা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।
Be First to Comment