নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে পূর্বধলার আগিয়া ইউনিয়নে খারছাইল গ্রামের আহত রিফাত এবং হোগলা ইউনিয়নের কোনা-কালিহর গ্রামের আহত আবুল বাশার আকন্দের বাড়িতে যান পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের সিনিয়র নেতৃবৃন্দ। তারা আহতদের চিকিৎসায় সবরকম সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে এক সংক্ষিপ্ত কর্মীসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক বাবুল আলম তালুকদার। তিনি বলেন, সামনে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এক বছর আগে গত প্রতিষ্ঠাবার্ষিকীতে আক্রমণ করে যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর পা ভেঙে দেয় পুলিশ৷ আমার বাসায় ককটেল রেখে আমাকে বিস্ফোরক মামলার আসামী করা হয়। এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে দেন নাই। আমরা এখন সবাই তাকিয়ে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তিনি কবে বাংলাদেশে এসে নেতৃত্ব নেবেন সেই অপেক্ষা সবার।
Be First to Comment