দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় হাম রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ বর্জন করেছে স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতনস্কেলের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারি রাজ্জাক বিশ্বাস, তানজিরুল ইসলাম, চমনা খানম, হেলেনা আক্তার, কাউসার বেগম, আশরাফুল ইসলাম, শহীদুল, হাবিবুর রহমান সেলিম, তৌহিদা ইয়াসমিন,
এ সময় স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরাও ১৯৯৮ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্বাস্থ্য সহকারীদের বেতনস্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে একযোগে প্রশিক্ষণ বর্জন করেন।
এ লক্ষ্যে প্রশিক্ষণ বর্জনসহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
পূর্বধলা উপজেলা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এএসএম মাহবুব উল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরু উপাধির মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা, এই বিষয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৮ সালের ০৩ জানুয়ারি প্রতিশ্রুতি বাস্তবায়নের পূনরায় আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।
Be First to Comment