দর্পন প্রতিনিধি : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে সকল শ্রেণি পেশার সাধারণ মানুষের অংশগ্রহনে একটি আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমী আকন্দ। উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এমদাদুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল আলম, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক, ঢাকায় অনুষ্ঠিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে উপজেল চত্বরে বড় পর্দায় সম্প্রচার ও বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত হবে।
Be First to Comment