পবিত্র ঈদ উল ফিতর-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল।তিনি বলেন পবিত্র ঈদ -উল ফিতর আগাত, রমজান এর এই একটি মাস রহমতের মাস একটি মাস রোজা রাখার পরে মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর, ঈদ বয়ে আনুক সকলের জীবনে আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা। ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হোক সারাবিশ্বের মুসলিম জাতি।
পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন,যাকাত ফেতরা আদায় করুন। নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন। দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।
Be First to Comment