দর্পন প্রতিনিধি: নেত্রকোনারপূর্বধলা উপজেলায় আজশনিবার সন্ধ্যায় ট্রাক্টর লড়ির নিচে চাপা পড়ে মোস্তাকিন (২০) নামের এক যুবক মারা গেছে। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসাটি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় একটি ট্রাক্টর লড়ি ইট নিয়ে ফুলপুর থেকে র্প্বূধলায় আসছিল। এ সময়উপজেলার হাটকান্দা নামক স্থানে লড়িরসহকারী মোস্তাকিন লড়ি থেকে পড়ে যায়।এতে লড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্বধলায়ট্রাক্টর লড়ির চাপায় যুবক নিহত
More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from মৃত্যুMore posts in মৃত্যু »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
- পূর্বধলায় চায়ের দোকানে টেলিভিশন ক্রিকেট জুয়া বন্ধে ওসির প্রচারণা
- পূর্বধলায় আহমদ হোসেনের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- সেই তায়্যিবার চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে নারায়নডহর জমিদার বাড়ি!
- আহমদ হোসেন এর মানবিক সহায়তায় অসহায় রোগীর চিকিৎসা ব্যবস্হা!
Be Fir to Comment