Press "Enter" to skip to content

পূর্বধলা উপজেলায় ইভিএমে প্রথম ভোট আজ ধলামূলগাঁও ইউনিয়ন

র্পূবর্ধলা উপজলোয় আজ সোমবার (৩১ জানুয়ারী) প্রথমবারের মতো ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালট পেপার ছাড়া অনুষ্ঠিত হবে। নির্বাচনে ব্যালট পেপারের জায়গায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে।


উপজলো নিবার্চন কাযার্লয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে উপজলোর ১১টি ইউনিয়নের মধ্যে ধলামূলগাঁও বাদে অন্য ১০টি ইউনিয়ন ভোট গ্রহণ হয়েছে। পরর্বতীতে ৬ষ্ঠ ধাপে ওই ইউনিয়নে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমশিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষতি মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নিবার্চনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে উপজেলায় প্রথম ব্যালট ছাড়া ভোট দেবেন ভোটাররা। ভোট গ্রহণের জন্য ৯ জন প্রিজাইডিং অফিসার, ৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ১৪০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি প্রত্যেকটি ভোটকন্দ্রেে ভোটারদের ইভিএমে ব্যবহারের মাধ্যমে মহড়া ভোটিং দেখানো হয়েছে। ওই ইউনিয়নে ভোটার রয়েছেন ২২ হাজার ৪৭২ জন।


উপজেলা নিবার্চন কমর্কতা মো. ফরিদ উদ্দিন জানান, ইভিএম পদ্ধতিতে ভোট নিতে ভোটগ্রহণকারী র্কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিবার্চন অবাধ ও সুষ্ঠু করতে ৩ জন ম্যাজিস্ট্রেট,স্ট্রাইকিং ফোসসহ র্পযাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন থাকবে।

More from নির্বাচনের মাঠMore posts in নির্বাচনের মাঠ »
More from বিশেষ সংবাদMore posts in বিশেষ সংবাদ »
More from রাজনীতিMore posts in রাজনীতি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.