নেত্রকোনার পূর্বধলায় আজ ৭ জুলাই মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় নানা অসঙ্গতি থাকায় পূর্বধলা বাজার ও স্টেশান বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন বেগম সেতুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মূল্যতালিকা না থাকা,প্যাকেটে খাদ্য প্রস্তুত ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এরূপ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় নিউ মুসলিম বেকারি কে ১০০০০/-, নাইম বেকারি কে ৪০০০/- এবং চাঁদের আলো চাঁদ বেকারি কে ২০০০০/- টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, AD,ভোক্তা অঃসঃঅধিঃ, নেত্রকোনা জেলা DSI মোঃ আব্দুল হক ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ হাশিম উদ্দিন খান।
পরবর্তী তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহঃ পরিচালক পূর্বধলা স্টেশন বাজারে অভিযান চালিয়ে কয়েকটি খাদ্য প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন। সার্বিক সহযোগিতায় ছিল জেলা ও উপজেলা প্রশাসন।
Be Fir to Comment