নেত্রকোনা পূর্বধলায় আজ ২৮ জুন রবিবার সিভিল সার্জন সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউ.এইচ এন্ড এফ.পিও (THO) ডা. মাহমুদা আক্তারসহ মোট ৬জন করোনা সনাক্ত হয়েছেন। অন্যান্যরা হলেন শ্যামগঞ্জ বাজারের স্বাস্থ্য কর্মী আনোয়ারা ওনার সন্তান জুনায়েদ আমিন ও সায়মন, নয়াপাড়ার একজন মো: সোলাইমান, এসআর, আরএফএল, উপজেলা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মৌনুজ আরজু রহমান।
এ নিয়ে পূর্বধলা উপজেলায় মোট ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং চুড়ান্ত সুস্থ্য- ২১ জন।
Be First to Comment