Press "Enter" to skip to content

পূর্বধলায় আজ আরো করোনা ভাইরাসে আক্রান্ত ৭

নেত্রকোনা পূর্বধলায় সিভিল সার্জন সূত্রে জানাযায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২ ফলোআপ টেষ্টে পিজিটিভ এসেছে। তথ্যটি  আজ ৫ জুন শুক্রবার রাত ১১ দিকে সিভিল সার্জন ফেইসবুক পেইজে এ তথ্য জানায়।

আক্রান্তরা হলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগম তার বাড়ি গোহালাকান্দা ইউনিয়নে, জনতা ব্যাংক জারিয়া শাখার ম্যানেজার এ কে এম জাহাঙ্গীর আলম তার বাড়ি নেত্রকোনার কাটলী, সোনালী ব্যংক পূর্বধলা শাখার সিনিয়র অফিসার হাবিবুর রহমান, এলএসডি অফিসের প্রহরী কামরুজ্জামান, নারান্দিয়া ইউনিয়নের সিন্দু রানী, ষ্টেশন এলাকার নয়ন মিয়া ও সুজন মিয়া । ফলোআপ টেষ্টে পিজিটিভ হলেন প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো: তানজিল হাসান ও অফিস সহকারী আতিকুল ইসলাম। এর মধ্যে আরো ২জনকে সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে পূর্বধলা উপজেলায় মোট ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং চুড়ান্ত সুস্থ্য- ১০ জন।

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from রাজনীতিMore posts in রাজনীতি »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.