জারিয়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির পর এলো খুশির ঈদ । তাই ঈদুল ফিতরের আনন্দঘন মূহুূর্তে আমার জারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে জানাচ্ছি ঈদ মোবারক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন না দেশে ধনী গরীবের বৈষম্য দূর করে একটি মুক্তিযুদ্ধের আকাংঙ্খা একটি শোষন,দারিদ্রমুক্ত একটি সম্প্রীতির বাংলাদেশ গঠনে ভাই ভাই হিসেবে কাঁদে কাঁদ মিলিয়ে যে যার অবস্থান থেকে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যাই।
আমার জারিয়া ইউনিয়নবাসীসহ পূর্বধলা উপজেলার সকল মুসলিম ভাইবোনদের জানাই ঈদ মোবারক। করোনার মহামারিতে সকলে সচেতন থাকুন।
Be Fir to Comment