Press "Enter" to skip to content

পূর্বধলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা প্রকাশ

নেত্রকোনা পূর্বধলা উপজেলা প্রশাসন কোভিড-১৯ মহামারী প্রতিরোধে কর্মহীন, অসহায় ও দূস্থ মানুষদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদানের জন্য এ উপজেলার জন্য বরাদ্দকৃত ৯৭৫০ জন উপকারভোগীর তালিকা প্রকাশ করেছে। আজ ১৯ মে পূর্বধলা ইউএনও পূর্বধলা ফেইসবুক আইডিতে এ নিয়ে সন্ধ্যায় একটি পোস্ট প্রকাশ করে। পোস্টটি নিছে দেয়া হলো।

কোভিড-১৯ মহামারী প্রতিরোধে কর্মহীন, অসহায় ও দূস্থ মানুষদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদানের জন্য এ উপজেলার জন্য বরাদ্দকৃত ৯৭৫০ জন উপকারভোগীর তালিকা (সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি হতে প্রাপ্ত)পূর্বধলা উপজেলার তথ্য বাতায়ন www.purbadhala.netrokona.gov.bd তে আপলোড করা হয়েছে। প্রকাশিত তালিকায় কোনরুপ অসংগতি দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অথবা উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা, নেত্রকোণা-কে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো। পরবর্তীতে এসব অসংগতিগুলো ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালিকাটি ডাউনলোড করতে পারেন নিচে।

১। হোগলা ইউনিয়ন

২। ঘাগড়া ইউনিয়ন

৩। জারিয়া ইউনিয়ন

৪। ধলামূলগাঁও ইউনিয়ন

৫। পূর্বধলা ইউনিয়ন

৬। আগিয়া ইউনিয়ন

৭। বিশকাকূনী ইউনিয়ন

৮। খলিশাউড় ইউনিয়ন

৯। নারান্দিয়া ইউনিয়ন

১০। গোহালাকান্দা ইউনিয়ন

১১। বৈরাটি ইউনিয়ন

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.