“আগামী প্রজন্মের প্রয়োজনে, মেধাবির সন্ধানে” এই শ্লোগানে নেত্রকোনার পূর্বধোলায় মেধাবী সমাবেশ কমিটি-২০২৫ এর উদ্যোগে পূর্বধলা সরকারি কলেজে (২৭ এপ্রিল) শনিবার মেধাবী সমাবেশ অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেধাবী সমাবেশ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি পূর্বধলা সরকারি কলেজে’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক রতনে’র সভাপতিত্বে পরিচালিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা সরকারি কলেজে’র প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রভাষক খাইরুল আহমদ শাহ হিমেল, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মাযহারুল ইসলাম রানা, পূর্বধলা জেএম সরকারি উচ্চ বিদ্যালয়ে’র সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন খান, বুটেরঘাট উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, কলিশাউর স্কুল এন্ড কলেজে’র সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় সভায় জানানো হয় ২০২৫ সালে পূর্বধলায় বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং তাদের যোগ্য স্থানে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মেধাবী সমাবেশ অনুষ্ঠিত হবে । সেখানে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধার জনপ্রতিনিধি, শিক্ষক ছাত্রসহ সকল মেধাবীদের সমন্বয়ে সফলভাবে করবেন বলে জানানো হয়। সভায় আরো জানানো হয় সেখানে রত্নগর্ভা মাসহ মেধাবীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হবে।
Be First to Comment