মহান মুক্তিযোদ্ধে বীর শহীদ ও ২৫ মার্চ কালরাতে গণহত্যায় জীবন উৎসর্গকারী শহীদদের সম্মানে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি পালন উপলক্ষে শুরুতে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূ্র্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান জাহান রিদান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার মোঃ সারোয়ার হোসাইন, পূ্র্বধলা সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোয়ানুর রহমান রনি, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনে’র প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Be First to Comment