Press "Enter" to skip to content

শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন আহমদ হোসেন

দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ১৬১ নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)। কমিটিতে সদস্য হিসেবে আরো আছেন– শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোতাহার হোসেন (লালমনিরহাট-১), আ ফ ম বাহাউদ্দিন নাছিম (ঢাকা-৮), আবদুল মজিদ (কুমিল্লা-২), বিপ্লব হাসান পলাশ (কুড়িগ্রাম-৪), আবদুল মালেক সরকার (ময়মনসিংহ-৬), আজিজুল ইসলাম (যশোর-৬)।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী এই কমিটিসহ ১৬টি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এই প্রস্তাব পাস হয়।

ঘোষণার পর আহমদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষা বিস্তারে ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আমি দেশের শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে কাজ করবো।

প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদসহ নৌকার হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৩ বারের সহ-সম্পাদক ও চলতি মেয়াদসহ ৫ বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এমপি আহমদ হোসেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দ্বাদশ সংসদ নির্বাচনে  নেত্রকোনা-৫ আসনে ৫২ হাজার ৪৩৩ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। মন্ত্রী হওয়ার দৌড়েও বেশ আলোচনায় ছিলেন তিনি।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.