নেত্রকোণার পূর্বধলায় শীতের প্রকোপ ও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছে উপজেলার খেটে খাওয়া নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা। পুরো উপজেলা কুয়াশায় ঢেকে পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুযেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশায় উপজেলা বিভিন্ন সড়ক গুলোতে ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।
এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ। দুপুর ১২টায় ও সূর্যের দেখা মেলেনি আগুনের কুন্ডলী জালিয়ে মানুষ জনকে শীত নিবারণ করতে দেখা যায়।
নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।
অটোরিকশা চালক জুয়েল বলেন, শীতের তিব্রতা বেশি ও অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। সারাদিনে অটো রিক্সার আমদানিটাই যোগাড় করতে পারছি না,সংসার চালাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
Be First to Comment