দেশব্যাপী চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পূর্বধলা সরকারী কলেজ ছাত্রলীগে আয়োজনে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১:৩০ মিনিটে পূর্বধলা সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ সভাপতি হৃদয় খান নাইম ও সাধারন সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাইম
বলেন, দেশে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে শিক্ষার্থীরা তার দাঁত ভাঙা জবাব দিবে। ছাত্রলীগ অতীতের চেয়ে সুসংগঠিত। আমরা ঐক্যবদ্ধভাবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে আছি।
সাধারন সম্পাদক ইশরাক আহমেদ তাইফ বলেন, বিএনপি জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ এদেশের ছাত্র সমাজ ও জনগণ প্রত্যাখান করেছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। যারা রাতে বাসে আগুন দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন-ককটেল নিয়ে অরাজকতা করে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান৷
এসময় শামীম, পিয়াস, আকাশ, আরিফ, ইমন হাসান সহ পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Be First to Comment