নেত্রকোণার পূর্বধলা উপজেলা কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার আমতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম খানকে সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মিঠু সরকারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আনন্দ টিভির ওয়াসিম সরকার ও আজকের আরবান অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ, পূর্বকণ্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিনিধি মোঃ আরিফুজ্জামানকে যুগ্ন সাধারণ সম্পাদক, মুক্তির ৭১ পত্রিকা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি রুহুল সরকারকে প্রচার সম্পাদক, সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকা প্রতিনিধি বেলাল খানকে কোষাধ্যক্ষ, নেত্রকোনা বার্তা অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিনিধি হোসেন আহমেদকে দপ্তর সম্পাদক, পূর্বধলার দর্পণ পত্রিকার প্রতিনিধি নাহিদুল ইসলাম আলমকে প্রকাশন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সদস্য পদে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি ও পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানকে নির্বাচিত করা হয়। দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি ও পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দৈনিক এশিয়া বানী পত্রিকা প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন, কংস নিউজ অনলাইন নিউজ পোর্টাল এর প্রতিনিধি ওলি উল্লাহ তালুকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি ছাইদুল ইসলাম, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, পিডি নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি মোঃ কামরুল হাসান ও দৈনিক বাংলা পত্রিকা প্রতিনিধি আবু সাঈদ সরকারকে সম্মানিত সদস্য পদে নির্বাচিত করা হয়।
উপদেষ্টা কমিটি আছেন পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি শফিকুল আলম শাহীন, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, পূ্র্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূ্র্বধলার দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য ও পূ্র্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল।
Be First to Comment