প্রচন্ড গরমে নেত্রকোনা পূর্বধলায় হিট স্ট্রোকে হুগলা বাজার নামক স্থানে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ৩ ঘটিকায় হুগলা বাজারে খরতাপের কারণে ইসলাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি আকষ্মিক মাটিতে ঢলে পড়ে মারা যান। তিনি পূর্বধলা বিশকাকুনী ইউনিয়নের সুতারনাল গ্রামের শুরুজ আলীর ছেলে। স্হানীয় সূত্রে জানাযায় মৃত ইসলাম উদ্দিন বিভিন্ন গ্রামে এবং হাটবাজারে হাঁস-মুরগির কিনে বিক্রি করতেন এ দিয়েই তিনি সংসার পরিচালনা করতেন। হুগলা বাজারে একজন বিক্রেতা জানান আমার কাছ থেকে মৃত ইসলাম উদ্দিন ৩টি হাঁস কিনেন কিছুক্ষণ পর দেখলাম উনি মাটিতে ঢলে পড়ছে এবং সেখানেই উনার মৃত্যু হয়।
গত ৩ সেপ্টেম্বর রবিব থেকে বাতাসবিহীন ভাবে প্রচন্ড খরতাপ বইছে। প্রচন্ড খরতাপের কারণে গত ৩ দিন ধরে গরমের কারণে খেটে খাওয়া মানুষজন বাইরে কাজ করতে পারছেন না।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রচন্ড খরতাপের কারণে কাজের মধ্যে অনেক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ছেন। বাসা বাড়িতে বৈদ্যুতিক পাখার বাতাসও গরম অনুভূত হচ্ছে। ফলে মানুষজনকে রাস্তার ধারে গাছ তলায় বসে থাকতেও দেখা যায়। খরতাপের মাঝে মানুষজন একটু স্বস্তির আশায় ব্যাপকহারে ঠান্ডা পানীয় বিশেষ করে বাজারে খোলা ভ্যান গাড়ি থেকে নানা রং মিশ্রিত ও বরফযুক্ত লেবুর শরবত পান করছেন।
Be First to Comment