Press "Enter" to skip to content

পূর্বধলায় পোনা মাছ অবমুক্তকরণ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের শুকনো খাবার ও বীজ বিতরণ

নেত্রকোনার পূর্বধলায় ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে উপজেলার ঐতিহাসিক রাজধলা বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। অপর দিকে কুমারখালী আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনো খাবার ও সবজি বীজ বিতরণ, বৃক্ষরোপন এবং পারিবারিক বাগান উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. আবু হাসান শাহীন, মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনসহ সরকারি দপ্তরের প্রধানগণ।

More from আইন আদালতMore posts in আইন আদালত »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.