নেত্রকোণার পূর্বধলায় উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের কৃষক আকবর আলীর ৮০ শতাংশ ক্ষেতের ধান কেটে দিয়েছে নেত্রকোণা জেলা কৃষক লীগ। আজ বৃহঃপতিবার (১১ ই মে) সকাল নয়টায় উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগ এ ধান কাটা উৎসবের আয়োজন করে।
ধান কাটা উৎসবটি উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ খোরশেদ মিয়া সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান তারেক, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন রানাসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আব্দুস শহীদ বলেন, ‘কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে জেলা কৃষকলীগ বিএনপি-জামায়াত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকেরা মাঠে আছে ও থাকবে।’
জানতে চাইলে পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, কৃষকলীগের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জেলা ও উপজেলা কৃষকলীগকে আমি ধন্যবাদ জানাই। আমার উপজেলায় এ পর্যন্ত ৯৮ ভাগ ধান কর্তন সম্পন্ন হয়েছে, বাকি ধান দ্রুত কেটে ফেলার জন্য আমি কৃষকদেরকে অনুরোধ জানাচ্ছি।
Be First to Comment