নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ৩ শতাধিক পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ করেছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুর রহমান বাবলু। রবিবার (৭ মে) সকালে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ পরীক্ষার কেন্দ্রে এমন ব্যতিক্রমী আয়োজন করেন বাবলু।
পানি বিতরণকালে উপস্থিত ছিলেন, জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, ছাত্রলীগের হৃদয়, তুহিন, জুনায়েদ, ফুয়াদ, শ্রাবণ প্রমুখ।
শাহীনূর রহমান বাবলু বলেন, পরীক্ষার হলে অনেক সময় পানির তৃষ্ণা লাগে। তাই মহতী উদ্যোগে হিসেবে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি বিতরণের ব্যবস্থা করেছি। ছাত্রলীগকে সাধারণ মানুষের নিকট আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
Be First to Comment