নেত্রকোনার পূর্বধলায় অতিরিক্ত সিএনজি (অটোরিকশা) ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহ থ ১১-৩৭২২ সিএনজি (অটোরিকশা) চালকের বিরুদ্ধে। আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১১.৩০ ঘটিকায় পূর্বধলা থানারোড সিএনজি স্ট্যান্ড এ এঘটনা ঘটে। এবিষয়ে যাত্রী আসমা (৩৮) নামে এক নারী পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ এবং আসমা এর বরাত দিয়ে জানা গেছে, উপজেলার পূর্বধলা থানারোড সিএনজি স্ট্যান্ড হতে নেত্রকোনার যাওয়ার জন্য স্বামী, এক ছেলে এবং ১০ বছর বয়সের এক মেয়েকে নিয়ে ময়মনসিংহ থ ১১-৩৭২২ রেজি:ভূক্ত সিএনজিতে উঠে আসমা (৩৮)। রেগুলার সিএনজি ভাড়া ৬০ টাকা হলেও সিএনজি চালক তাদের কাছে ৮০ টাকা দাবি করে। ১০ বছর বয়সের এক মেয়েকে মায়ের কুলে বসিয়ে নিলেও চালকে ৮০ টাকা ভাড়া দিতে হবে। কিন্তু আসমা (৩৮) ভাড়া ৮০ টাকার বিনিময়ে সিট (আসন) চাইলে সিএনজি চালক তাদের অকথ্য অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। আছমা (৩৮) এর ছেলে আশিক (২১) উক্ত বিষয়ে প্রতিবাদ করলে চালক ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার বাবা-মাকে খিল ঘুষি দিয়ে বেদনাদায়ক জখম করে। আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে আসমা (৩৮) এর গলায় থাকা ৮ আনা ২ রতি ওজনের স্বর্ণের চেইন সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নিয়ে যায় অনুমান মূল্য ৪৭,৫০০/- (সাতচল্লিশ হাজার পাঁচশত) টাকা ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Be First to Comment