নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা সদর বাজারের আপন মিষ্টান্ন ভান্ডারের মালিক কাজলকে ০১৯২৩৮৫১৭০২ নাম্বার থেকে নিজেকে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার দাবি করে ৫০হাজার টাকা দিতে বলে। না দিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করার হুমকি দেয়। আইন-আদালতের কথা শুনে কাজল দিশেহারা হয়ে ০১৯৪৯৬৬৮৮৩১ নাম্বারে তাৎক্ষণিক ১০হাজার টাকা বিকাশ করে। একই সময়ে পার্শ্ববর্তী দোকান ক্ষিতিশ মিষ্টান্ন ভান্ডারের মালিক জয় সরকারের কাছেও ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করা হয়। লোকমুখে আলোচনা হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি নিয়ে কথা বললে ইউএনওর কাছে অভিযোগ দিতে বলে। পরে কাজল পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, “অভিযোগটি পেয়েছি। থানা পুলিশের কাছে তদন্তের জন্য নাম্বারগুলো পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জানা যায় একটি চক্র নিজেদের পরিচয় গোপন করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সময় সাধারন জনগনের সাথে প্রতারণা করে আসছে। চক্রটিকে সনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে।”
Be First to Comment